ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নে শীতবস্ত্রসহ উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ৬ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নে শীতবস্ত্রসহ উপকরণ বিতরণ

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলার গোকুলখালীর ডা. আফসার উদ্দীন কলেজ প্রাঙ্গণে গ্লোবাল ওয়ান বাংলাদেশের সহযোগীতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী-শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধাব ও গর্ভবতী নারীদের পরিবারের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম সেলিম, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এন্ড হেড অব প্রোগ্রাম গ্লোবাল ওয়ান বাংলাদেশের রমজান আলী প্রমুখ।

আলোচনা শেষে গ্লোবাল ওয়ান বাংলাদেশ এর সহযোগীতায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ হিসেবে ১টি কম্বল, ১টি বড়দের সুয়েটার, ২টি ছোটদের হুডি সুয়েটার, ১টি নারীদের শাল, ১টি হট ওয়াটার ব্যাগ , ১টি পেট্রোলিয়াম জেলি (১০০গ্রাম), ১টি গ্লিসারিন (১২০গ্রাম), বহনযোগ্য ১টি চুলা প্যাকেজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন,শীতকাল গরীব অসহায় মানুষের জন্য দূর্ভোগ বয়ে নিয়ে আসে। শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মানবতা বোধ সম্পন্ন মানুষের কর্তব্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই 'গ্লোবাল ওয়ান বাংলাদেশ' অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেছে। শীতার্ত মানুষের শীত লাঘব ও তাদের সহযোগীতায় দেশব্যাপী অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতে ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও শীতার্ত মানুষের  সহযোগীতার জন্য তিনি সমাজের ধনী ও বিত্তশালীদের এগিয়ে আসার জন্য উদ্দাত্ত আহ্বান জানান।

মেসেঞ্জার/লিটন/তুষার

আরো পড়ুন