ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

টাঙ্গাইলে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ৬ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন খান,  মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিন, মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

মাহমুদ নগর এলাকার হালিমা খাতুন বলেন, বিএনপির নেতা ফরহাদ আমায় একখানা কম্বল দিছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি। এই শীতে কম্বল খুব কাজে লাগবো। এই শীতের সময় কোনরকমে পার হইবে। আল্লাহ যেন ফরহাদকে অনেক দিন বেঁচে রাখে। আমি দোয়া করি ফরহাদের আশা যেন পুরণ করে আল্লাহ।

ফরহাদ ইকবাল বলেন, সারাদেশের ন্যায় শীতের তীব্রতা আর অন্যদিকে খাবারের অভাব। খাবারের অভাব ছাড়িয়ে শীতের তীব্রতায় মাহমুদনগরের দরিদ্র জনগণ কষ্টে দিন পার করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি মাহমুদনগরবাসীর পাশে দাঁড়িয়েছি এবং সারাজীবন পাশে থাকবো।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার

আরো পড়ুন