ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন

আব্দুল্লাহ আল নোমান, সাভার

প্রকাশিত: ১৭:৩৯, ৬ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ও আবাসিক লাইনে গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিতাসের গ্রাহকেরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় আশুলিয়ার পলাশবাড়ী আমার স্কুলের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে কয়েক শতাধিক গ্রাহক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক অফিসে যান। সেখানে গ্রাহকরা এ সংক্রান্ত অভিযোগের কপি জমা দেন। পরে সেখানে কর্মরত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভুক্তভোগীদের।

ভুক্তভোগী তিতাসের গ্রাহকদের অভিযোগ, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ১০ তলা রোড ও নরিঙ্গারটেক এলাকার ৪/৫ হাজার গ্রাহক নিয়মিত তিতাস গ্যাসের বিল পরিশোধ করলেও তারা লাইনে গ্যাস পাচ্ছেন না। বাসায় গ্যাস সংযোগ থাকলেও যথাযথ প্রেসার না থাকায় তারা গ্যাসের অভাবে বিকল্প উপায়ে কষ্ট করে রান্না করেন। তাই বাধ্য হয়ে তারা নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এসময় তারা গ্যাস সমস্যার সমাধানের জন্য তিতাস গ্যাস অফিসের হস্তক্ষেপ কামনা করেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন