ছবি : মেসেঞ্জার
সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরের বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি, নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
প্রসঙ্গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেসেঞ্জার/জামাল/তুষার