ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েক দফা সংঘর্ষে শিক্ষার্থীসহ উভয় পক্ষের ১৪ জন আহত, আটক ৯

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৯, ৬ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েক দফা সংঘর্ষে শিক্ষার্থীসহ উভয় পক্ষের ১৪ জন আহত, আটক ৯

ছবি: দুই গ্রুপের সংঘর্ষে আহতদের চিকিৎসাধীন অবস্থায় ছবিগুলো রবিবার বিকেলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তোলা -টিডিএম।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছাত্রদলের কয়েক দফা সংঘর্ষের ঘটনায়, ১০ শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ছাত্রদল কর্মীসহ দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা।

রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে,সদর উপজেলার মিরকাদিমে ইনস্টিটিউটের পরীক্ষা চলাকালীন সময়,কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে মুন্সিগঞ্জ পলিটেকনিকে ৫টি বিভাগের অষ্টম বর্ষের ব্যবহারিক ফাইনাল পরীক্ষায় অংশনেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করা হয়।

এরপর সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদল নেতাকর্মীরা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়া নিয়ে আপত্তি জানালে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ।

পরে খবর পেয়ে ছুটে আসেন বহিরাগতরা,এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় সাধারণ শিক্ষার্থীসহ উভয়পক্ষের বেশ কয়েকজনকে।

এরপর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে,অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। পরে বাকি আহতদের চিকিৎসা দেয়া হয় সদর হাসপাতালে।

এ ঘটনায় বিশৃংখলার অভিযোগে ঘটনার সাথে জড়িত সন্দেহে নয় শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এ ঘটনায় আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১) সহ আরও বেশ কয়েকজন।

সংঘর্ষের ঘটনায়, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে আহত শিক্ষার্থীদের। আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।

অন্যদিকে আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এমন ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ইনস্টিটিউট কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।

মেসেঞ্জার/শুভ/তুষার