ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মানিকগঞ্জে দুই জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ৭ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জে দুই জনের মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জে পৃথক ঘটনায় শিক্ষানবিশ আইনজীবিসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারী) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, জেলার শিবালয় উপজেলার উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকার বিকাশ চন্দ্র শীলের ছেলে মানিকগঞ্জ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরী (৪০) বসতিঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিষয়টি বুঝতে পেরে বজু চৌধুরীর মা ও প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে যান।

সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে বজু চৌধুরীর মৃত্যু হয়। এদিকে জেলার সিংগাইরে সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাহিদা আক্তার উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। সাহিদার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়।

নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে সাহিদা ঘুম থেকে না উঠলে তাকে ডাকাডাকি করি। সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় পাই। পরে চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতর বউয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সাহিদা আক্তারের মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/সামি/তারেক