ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় বিএনপি-সমন্বয়ক দ্বন্দ্বে তারণ্য উৎসব পন্ড! 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ৭ জানুয়ারি ২০২৫

পটিয়ায় বিএনপি-সমন্বয়ক দ্বন্দ্বে তারণ্য উৎসব পন্ড! 

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি ও ছাত্রদল এবং সমন্বয়কের দ্বন্দ্বে জঙ্গলখাইন ইউনিয়নের তারণ্য উৎসব পণ্ড হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিইডির সহযোগিতায় তারুণের উৎসবের আয়োজন করা হয়। তবে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মঞ্চে সমন্বয়কদের জায়গা না দেওয়ার প্রতিবাদে পুরো আয়োজন পণ্ড হয়ে যায় বলে সূত্রে প্রকাশ পায়।

জানা যায়, পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদে সোমবার আয়োজিত তারুণের উৎসবে রাজনৈতিক দল ও ছাত্রপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। অভিযোগ উঠে, অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ দখলে নেন বিএনপির নেতাকর্মীরা।

ছাত্র প্রতিনিধিদের বসানো হয় দর্শক সারিতে। আর সঞ্চালনায় ছিলেন আশরাফ উদ্দিন নয়ন নামে পটিয়া উপজেলা ছাত্রদলের একনেতা সঞ্চালনার একপর্যায়ে তিনি নিজেকে সমন্বয়ক দাবি করে সভাস্থলে কোনো ছাত্র প্রতিনিধি নেই বলে ঘোষণা দেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে হলত্যাগ করেন।

পরে তারুণ্যের উৎসব অনুষ্ঠান আর হয়নি। অনুষ্ঠান পণ্ড হওয়ার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, মঞ্চে জায়গা সংকূলান না হওয়ায় ও ‘ইউনিয়ন পরিষদের সমন্বয়হীনতার কারণে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ছাত্ররা অনুষ্ঠানে আসবেন এই বিষয়ে আমরা অবগত ছিলাম না বলে মঞ্চে আমাদের নেতৃবৃন্দ বসে পড়েছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি।’

ইউনিয়ন ছাত্রদলের সংগঠক শাহাদাত হোসেন সৌরভ বলেন, প্রকৃত পক্ষে ভূল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। আমরা সমন্বয়কদের বুঝিয়ে পুনরায় সভা শুরু করতে গেলে নয়নকে সঞ্চালন থেকে বিরত করার জন্য বলা হলে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্র প্রতিনিধি জাহেদ বলেন, ইউনিয়ন পরিষদ সচিব আমাদেরকে দুদিন আগে দাওয়াত দেন, আমরা লিষ্ট ও দিই।

কিন্তু তিনি সভা শুরুর আগে ছাত্র জনতার প্রতিনিধি কেউ আছেন কিনা জানতে চাইলে আশরাফ উদ্দিন নয়ন নিজেকে সমন্বয় পরিচয় দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন। আমরা জেনেছি তিনি শহরে কাজ করেছেন। কিন্তু উপজেলা ও ইউনিয়নের আমরা তালহা ও সৌরভ সহ ৬ জন ছিলাম। এতে আমাদের না ডেকে অসৌজন্যমূলক আচরণ করায় আমরা প্রোগ্রাম স্থান ত্যাগ করি।’

এ বিষয়ে জানতে চাইলে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সচিব নয়ন ভট্টাচার্য বলেন, অনুষ্টানের মঞ্চে বিএনপি নেতারা অবস্থান নিলে ও পরিচয় না থাকায় আমরা কাউকে মঞ্চে আহবান করতে পারিনি। পরে সমন্বয়কদের মঞ্চে বার বার ডাকার পর ও তারা মঞ্চে না আসায় সভাটি কথা কাটাকাটির এক পর্যায়ে পন্ড হয়ে যায়।

পটিয়া সহাকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল এ সভায় উপস্থিত ছিলেন, তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এর তত্তাবধানে এলজিইডির সহযোগিতায় এ তারন্য উৎসবের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় ভাবে সমন্বয়হীনতার কারণে আমরা সভাটি করতে পারিনি। তবে পরে আবার এ উৎসবের আয়োজন করা হবে।

মেসেঞ্জার/রানা/তারেক