ছবি : মেসেঞ্জার
পাবনার বিস্ফোরক মামলায় চাটমোহরে আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ও সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল ওরফে জুয়েল মির্জা, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন ও বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন। আটকরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ মামলার আসামী বলে জানায় পুলিশ।
সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মঙ্গলবার দুপুরে আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/পবিত্র/তুষার