ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চট্টগ্রামে গণতান্ত্রিক যুবদলকে সুসংগঠিত করার আহ্বান : এম এয়াকুব আলী 

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:২৫, ৭ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে গণতান্ত্রিক যুবদলকে সুসংগঠিত করার আহ্বান : এম এয়াকুব আলী 

চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি আলহাজ্ব এম এয়াকুব আলী -টিডিএম। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এয়াকুব আলী বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে এলডিপির নেতাকর্মীদের বসে থাকলে চলবে না। তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রমের সুযোগ্য নের্তৃত্বে সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গণতন্ত্রের জন্য আগামীর যেকোনো কর্মসূচি সফল করতে গণতান্ত্রিক যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। এছাড়াও তিনি যুব সমাজকে গণতান্ত্রিক যুবদলের মাধ্যমে সুসংগঠিত করতে একযোগে কাজ করার আহবান জানান।

তিনি গত সোমবার এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার এক বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের আহবায়ক একরাম হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপির জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, জেলা এলডিপির আইন বিষয়ক সম্পাদক ও এডিশনাল পিপি মো. ইকবাল হোসেন, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি মো. মহিউদ্দিন, উত্তর সাতকানিয়া এলডিপির সভাপতি মো. আনিস, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মানিক, দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উজ্জ্বল দে, লোহাগড়া উপজেলা এলডিপির সভাপতি শাহজাদা মিয়া, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, এলডিপি নেতা আবদুর রশিদ প্রমুখ।

মেসেঞ্জার/রানা/তুষার