ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে যুবক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ৭ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে যুবক নিহত

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুর ব্রিজের উপর থেকে নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের নাম পরিচয় প্রাথমিকভাবে সনাক্ত করতে পারিনি পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালি পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎই ব্রীজের উপর থেকে অজ্ঞাত এক যুবককে নিচে পড়তে দেখে স্থানীয় লোকজন ছুটে আসে। এ সময় হাত পা ভাঙ্গা অবস্থায় নিহত ওই যুবককে ছটফট করতে দেখে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলার হাসপাতালের নিয়ে যায় স্থানীয়রা।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এরপর খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে।

এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন অথবা অন্য কোন কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নিহত যুবকের নাম পরিচয় সনাক্ত হলে ময়না তদন্ত শেষে তদন্ত সাপেক্ষে নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।

এছাড়া কি কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিচয় সনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মেসেঞ্জার/শুভ/তুষার