ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরের ইছাকুড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর আলী কাগুচী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালের দিকে হাজি ব্রিকসের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আলী বকস কাগুচীর ছেলে।
নিহতের ছেলে আকবর হোসেন জানান, হাজি ব্রিকসের পাশে তাদের ৪০ শতক জমি নিয়ে ভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। একারণে তারা নানা সময়ে ফসলের ক্ষতি করে আসছিল। কিছুদিন আগে আমাদের জমির উপর দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য তার নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে আব্বা আজও জমিতে কাজ করতে যায়। ওই সময় ভাটার তার জমির মধ্যে পড়েছিল। পরে তিনি তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান।
তিনি অভিযোগ করে আরো বলেন, আমাদের সাথে ভাটা মালিক মোস্তাক আহমেদ, ম্যানেজার ইয়াছিনসহ তার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। আব্বা তাদের অনেক মামলার স্বাক্ষী ছিল বলে তারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এখন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের বাম হাতের ৫ আঙুল ও ডান হাতের কবজির নিচের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। সুরহতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার