ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

উখিয়া হাইওয়ে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)

প্রকাশিত: ১৯:৩৭, ৭ জানুয়ারি ২০২৫

উখিয়া হাইওয়ে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে ইমাম হোসেন প্রকাশ মিজান। আটককৃত আসামীকে দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি নামক এলাকা হতে এ মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির।

এ ব্যাপারে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে।

মেসেঞ্জার/তুষার