ছবি : মেসেঞ্জার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি----- --রাজিউন)।মঙ্গলবার (৭ জানুয়ারী) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ দিন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলে। তার বাড়ী উপজেলা তালেবপুর ইউনিয়নের ইরতা কাশেমপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানাযায়, মো. আবদুস সালাম দীর্ঘদীন ধরে জটিল কিডনী, ডায়াবেটিস ও হৃদরোগে ভোগ ছিলেন। গত ৩ জানুয়ারী নিজ বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ আছর তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
মো. আবদুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নান, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু। মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সাঈদ, সিংগাইর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মালেক, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মিলন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সিপন।
মেসেঞ্জার/বাদল/তুষার