ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সরাইল উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র‍্যালী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৪, ৭ জানুয়ারি ২০২৫

সরাইল উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র‍্যালী

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল, র‍্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে নব গঠিত কমিটি উপজেলার সদরের বড্ডাপাড়া এলাকার গরুর বাজার থেকে একটি মিছিলটি বের করে। মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এসএন তরুণ দে, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিক ও সদস্য সচিব মো. নুর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, যুবদলের সাবেক সহসভাপতি মো. রাকির মিয়া, সরাইল উপজেলা তরুণ দলের আহবায়ক সাদেকুর রহমান ছাদেক, সদস্য সচিব উজ্বল মুন্সী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাহিম ও  যুগ্ন আহবায়ক মো. রাহাত হোসেন, যুগ্ন আহবায়ক আমির আলী, যুগ্ন আহবায়ক পাভেল, যুগ্ন আহবায়ক শহিদ পাঠান ও যুগ্ন আহবায়ক আবদুল হান্নান প্রমুখ।

মেসেঞ্জার/রিমন/তুষার