ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ৭ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ৩জন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের মোস্তফাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শহিদের ছেলে মোটসাইকেল চালক বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও মোস্তফাগঞ্জ এলাকার আবুল শেখের ছেলে আলমগীর (৪৫)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক এনামুল মারা যায়।

এ সময় ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় যাত্রীরা। পরে আহত‌দের ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

নিহত এনামুল হোসেন শেরপুর জেলা মন্টু হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। এছাড়া তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

মেসেঞ্জার/শুভ/তুষার