ছবি : মেসেঞ্জার
ফরিদপুরের আব্দুল খালেক ডিগ্রী কলেজ এর বরখাস্তকৃত শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পেশ করেন আব্দুল খালেক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন আব্দুল খালেক ডিগ্রী কলেজ এর বরখাস্তকৃত ৩ জন শিক্ষকদের (মনজুর হোসেন, মো. সাহেব আলী, মো. ইকবাল হোসেন) এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে জানান, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষকদের উপর প্রণীত নির্বাচন নীতিমালা ভঙ্গ করে অভিযুক্তরা নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে। ২০২৩ এ কলেজের নির্বাচনী পরীক্ষায় বোর্ড প্রশ্ন হুবহু কপি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
তিনি আরো জানান, বহিষ্কার হওয়া তিনজন শিক্ষক কলেজের চাকরির নিয়ম এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়া ঐ সময় রাজনৈতিক ফায়দা হাসিলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এ সময় কলেজর গভর্নিং বডির সভাপতি মো. ফিরোজ হায়দার, গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, মো. শফিউদ্দিন মোল্লা, গভর্নিং বডি কমিটির সদস্য প্রভাষক কামরুজ্জামান কামাল, প্রভাষক মো. আলমগীর হোসেন ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/নাজিম/তুষার