ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন তিনি।
শাহীন নিষিদ্ধ সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিষয়ে ইমিগ্রেশনে আগেই চিঠি দেওয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও তিন শতাধিক লোক গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেদিনের ঘটনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীন চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মেসেঞ্জার/শিবলু/তুষার