ঢাকা,  বৃহস্পতিবার
০৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৬:২৭, ৮ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারী।

প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

ইসলামিক ফাউণ্ডেশন শ্রীমঙ্গলের অফিস সহকারী মো. আব্দুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ইমাম সম্মেলনে উপজেলার ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/তুষার