ছবি : মেসেঞ্জার
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ২৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। আটককৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাবার চেষ্টা করছিল। এর মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে।
গত ২৪ ঘন্টায় মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি জানুয়ারী মাসের ৮ দিনে এই সীমান্ত এলাকা থেকে ৮৯জনকে আটক করা হয়েছে। এছাড়া গত ২০২৪ সালে মোট ২ হাজার ৩ শ ১১জনকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশী নাগরিক ২২৫৭ জন, ভারতীয় নাগরিক ৩৪ জন এবং মিয়ানমারের রোহিঙ্গা ২০জন।
মেসেঞ্জার/শাহজাহান/তুষার