ছবি : মেসেঞ্জার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের উষ্ণতা দিতে অসহায় গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবি। সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ ব্যাটালিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম।
আর আগে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিজিবির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮ বিজিবির সহকারি পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রিয়াদ মোর্শেদ, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, ভজনপুর ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনসহ জনপ্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।
১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক অবাধে চলাফেরা না করা, সীমান্ত নদী হতে সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন না করা, স্থানীয় জনগণ কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তা/আশ্রয়/প্রশ্রয় না করা, চোরাচালান/মাদকদ্রব্য পাচারে স্থানীয় ব্যক্তিদের সহায়তা না করা ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।
এছাড়াও তিনি নারী ও শিশু/মানব পাচার প্রতিরোধে বৃদ্ধি ও বাংলাদেশি নাগরিক কর্তৃক সংঘটিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শাস্তির ভয়াবহ সম্পর্কে আলোচনা করা হয়।
মেসেঞ্জার/দোয়েল/তুষার