ছবি : মেসেঞ্জার
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান তারুণ্যের উৎসব উপলক্ষে নলডাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে মাধনগর ইউনিয়ন বনাম পিপরুল ইউনিয়ন অংশ গ্রহণ করে। মাধনগর ইউনিয়ন ২ গোলে বিজয় হন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার মো. মোস্তফা সারওয়ার শাহীন, উপজেলার একাডেমি সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. সাজাহান আলী, প্রভাষক নাজমুস সাকিব বাবু, ক্রিড়া সংগঠক মাস্টার জয় ও রাজু জোয়ারদার, ইউএনও সিএ হুমায়ুন কবির, ইউএনও অফিসের স্টাফ পার্থ কুমারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মেসেঞ্জার/জোসেফ/তুষার