ঢাকা,  বৃহস্পতিবার
০৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সিংগাইরে শীতার্তদের মাঝে সিসিডিবি’র কম্বল বিতরণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ৮ জানুয়ারি ২০২৫

সিংগাইরে শীতার্তদের মাঝে সিসিডিবি’র কম্বল বিতরণ

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইরে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি'র) উদ্যোগে দু:স্থ,অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলা পৌরসভার কাংশা এলাকায় সিসিডিবি'র মিলনায়তন থেকে দু:স্থ ও শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন মানিকগঞ্জ জেলার সিসিডিবি-এমএফপি এলাকা সমন্বয়কারি গৌতম কুমার সেন।

এসময় উপস্থিত ছিলেন, সিংগাইর শাখা ব্যবস্থাপক মো. আবু ইব্রাহীম, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস, শাখা হিসাব রক্ষক মো. জাকিরুল ইসলাম, মাঠ সংগঠক সজল কাজী, আইনুল হক, বাহাদুর খাঁন প্রমুখ।

এসময় এলাকা সমন্বয়কারী গৌতম কুমার সেন জানান, সারা বাংলাদেশে আমাদের প্রত্যেক শাখা থেকে এ কার্যক্রম চলছে ও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মেসেঞ্জার/বাদল/তুষার