ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
১ জানুয়ারি উক্ত কমিটিতে মোহাম্মদ আবুল কালাম আজাদকে সভাপতি এবং মোহাম্মদ আবদুল মোমেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ এ কমিটির অনুমোদন দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন।
কমিটির অন্যান্যরা হল যথাক্রমে সহ-সভাপতি বাবুল বড়ুয়া, জিয়া উদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খানে আলম, অর্থ সম্পাদক আকবর হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদ শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম উদ্দিন জিসান, মহিলা বিষয়ক সম্পাদক দিপালী প্রভা দেবী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আকতার, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, সহ-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়দেব চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক স্বপন কান্তি নাথ, সদস্যরা যথাক্রমে ফাতেমা বেগম, কোহিনুর আকতার, সুমী নন্দী, জাহেদুল ইসলাম ও প্রান্ত বড়ুয়া।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল মোমেন জানান, সংগঠনটি সারা দেশব্যাপী স্বাস্থ্যসেবা কর্মীদের অধিকার আদায়ে কাজ করছে। এমন একটি সংগঠনে সেক্রেটারি নির্বাচিত করায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।
বিশেষ করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মোমেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
মেসেঞ্জার/তুষার