ঢাকা,  শুক্রবার
১০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করার ডিভাইসসহ একজন আটক

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৪, ৯ জানুয়ারি ২০২৫

মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করার ডিভাইসসহ একজন আটক

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জে চোরাইকৃত মোবাইল ফোন এবং মোবাইল ফোনের IMEI পরিবর্তন করার ডিভাইস ও ল্যাপটপসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক মো. মহসিন ভূঁইয়া (৩৬) জেলার মিঠামইন উপজেলার আটপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১২ টার পরপর র‌্যাব-১৪, সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  কিশোরগঞ্জের জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি নামক দোকানে অভিযান পরিচালনা করে। এসময় মো. মহসিনের হেফাজতে থাকা IMEI পরিবর্তনকৃত চোরাই মোবাইলসহ  IMEI কাজে ব্যবহৃত ল্যাপটপ ও বিভিন্ন ক্যাবল উদ্ধার করে জব্দ করে।

বৃহস্পতিবার সকালে আটককৃত মহসিনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে, পুলিশ তার বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মেসেঞ্জার/তুষার