ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফের বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৮:৩৯, ৯ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফের বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় মহসিন অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মৌলভীবাজারের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া।

প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মো. মনিরুল ইসলাম।

সভায় ৩ কোটি ১৫ লাখ টাকার দাবীর চেক বিভিন্ন জনের হাতে তুলে দেয়া হয়। তন্মধ্যে একজনের মৃত্যু দাবীর ৬৪ লক্ষ ৪ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

শেষে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বিভিন্ন গ্রেডের ৮০ জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়।