ঢাকা,  শুক্রবার
১০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় আমির ভান্ডার শরীফের ওরশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:২৭, ৯ জানুয়ারি ২০২৫

পটিয়ায় আমির ভান্ডার শরীফের ওরশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ছবি : মেসেঞ্জার

পটিয়ায় আগামী ১ মাঘ ১৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিতব্য মহান আমির ভান্ডার ওরশ শরীফ উপলক্ষে আন্জুমানে আশেকানে শাহ হাছনাত মওলা (শাহ ফখরুদ্দিন) আমির ভান্ডারীর উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তারা আমির ভাণ্ডার সংসদের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিগুলো ও যথাযথভাবে পালনের জন্য সব মহলের প্রতি অনুরোধ জানান।

এ উপলক্ষে পটিয়ায় ১৫ জানুয়ারি লক্ষাধিক ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণদের মিলন মেলায় পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করে।

বক্তারা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। গতকাল এ উপলক্ষে আন্জুমানে আশেকানে শাহ হাছনাত মওলা (শাহ ফখরুদ্দিন) আমির ভান্ডারীর উদ্যোগে প্রশাসনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের অন্যতম অন্যতম সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ফখরুদ্দিন শাহ আল আমিরী (মদ্দাজিল্লুহুল আলী)।

বক্তব্য রাখেন ওসি (তদন্ত)আতাউর রহমান, প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভুট্টো শাহজাদা আবুল মনসুর আমিরী, পৌরসভা যুবদল সভাপতি আবসার উদ্দিন সোহেল, মো. ইউনুস।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আন্জুমানের সাধারণ সম্পাদক মনজুরুল আলম চৌধুরী। ওরশ উপলক্ষে ১৪ জানুয়ারি খতমে বুখারী শরীফ ও ১৫ জানুয়ারি সুবেহ সাদেক থেকে সম্মিলিত আওলাদে পাক গণের পক্ষে আমির ভান্ডার বড় রওজা-এ পাকের জেয়ারত খানায় পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া ও মিলাদ শরীফ আদায় করা হবে।

১ মাঘ ১৫ জানুয়ারি  বুধবার পবিত্র ওরশ শরীফের দিন এশার নামাজ আদায়ের পরপরই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুধবারের সাপ্তাহিক তাওয়াফ মিলাদ অনুষ্ঠিত হবে।

এশার নামাজের আজান হতে রাত এগারটা পর্যন্ত মন্জিল সমুহে সাউন্ডের ব্যবহার ও বাদ্য-বাজনা সম্পূর্ণ বন্ধ রাখবেন। এই সময়ে জিয়ারতকারীদের সুবিধার্তে কোন হাদিয়া পশুও দরবারে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ওরশের হাদিয়া একদিন পূর্বে মন্জিল পৌঁছে দেয়া বাঞ্চনীয়, সম্মানিত মনজিলের এন্তেজামীয়া কমিটি স্ব স্ব শাখা কমিটিগুলোকে এই নির্দেশনা পৌঁছে দেবেন। কোন ডিজে গাড়ী দরবারে প্রবেশ নিষিদ্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এন্তেজামিয়া কমিটি ও স্বেচ্ছাসেবক বাহিনী এর বিরুদ্ধে কঠোর থাকবেন।এলাকায় এলাকায় ওরশের নামে ডিজে অশ্লীলতা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য প্রত্যেক সমাজ কমিটির কাছে সম্মিলিত আউলাদে পাকগণের পক্ষে আমির ভাণ্ডার সংসদের সনির্বন্ধ অনুরোধ রইল।

ওরশের দিন অত্র দরবারে শুধুমাত্র আজান, ঘোষণা ও সম্মিলিত মিলাদের জন্য কেন্দ্রীয়ভাবে মাইক ব্যবহার হবে। মন্জিলসমূহ সেমা বা কাউয়ালীর জন্য সর্বোচ্চ এক পেয়ার কম শক্তি সম্পন্ন সাউন্ড ব্যবহার করতে পারেন রাত ১১ টা থেকে রাত ২টা ৪৫ মিনিট (পৌনে তিন টা) পর্যন্ত।

উল্লখ্য যে মেমোরী বা পেনড্রাইভের দ্বারা রেকর্ড বাজানো ওরশ ও সবসময় পুরোপুরি নিষিদ্ধ থাকবে, বাদে তাহাজ্জুদ রাত ৩.০০টায় সম্মিলিত মিলাদ ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। সকল মনজিল হতে একযোগে এই মিলাদে অংশগ্রহণ করার জন্য স্ব স্ব মনজিলের ভক্ত আশেকানদের সম্মানিত সাজ্জাদানশীনগন নির্দেশ দেবেন। পবিত্র ওরশ শরীফের সময় জন-নিরাপত্তার স্বার্থে মেলা বসবে আমির ভাণ্ডার রেল গেইটের পশ্চিম পার্শ্বে, ধর পাড়া পুলের পূর্ব দরবারের গেটের দক্ষিণে। এই সীমানার ভিতরে কোন অস্থায়ী দোকান-মেলা (যেমন: খেলনা, খইমুড়ি, প্রসাধনি ইত্যাদি) বসা নিষিদ্ধ থাকবে। যেকোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে মঞ্জিলসমূহকে নিজস্ব কর্মি বাহিনী প্রস্তুত রাখার পরামর্শ রইল।

অনুষ্ঠিত আন্জুমানের মত বিনিময়ে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ওরশ মোবারক উদযাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

মেসেঞ্জার/রানা/তুষার