ছবি : সংগৃহীত
কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মুক্তি চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন সহধর্মিণী আয়েশা সুলতানা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রীয় পত্র গ্রহণ ও অভিযোগ শাখার মাধ্যমে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় ২০২২ সালের ৭ ডিসেম্বর মকবুল হত্যায় ঢাকার পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার করে। ওই সময় থেকে ৮২ বছর বয়সী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারাবন্দী। গত ৮ জানুয়ারি কারাবিধি অনুযায়ী দেখা করতে যান তাঁর সহধর্মিণী। এসময় তিনি দেখতে পান, তিনি শারীরিকভাবে অত্যধিক দুর্বল হয়ে পড়েছেন। আটকের সময় যে ওজন ছিল তাঁর, তা হ্রাস পেয়েছে। স্মৃতিশক্তি দিনে দিনে হ্রাস পাচ্ছে। একটা কথা বলার পর দুই মিনিট পর সেই বিষয়ে তাল হারিয়ে ফেলছেন। একই কথা একাধিকবার বলার চেষ্টা করেও কথা সম্পন্ন করতে পারছিলেন না। যা পরিবারের জন্য মারাত্মক পীড়াদায়ক।
আদালতের আদেশে কারা কর্তৃপক্ষ চিকিৎসার কমতি না রাখলেও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর চিকিৎসা সম্ভব হচ্ছে না উল্লেখ করেন চিঠিতে মোশাররফ পত্নী জানান, তাঁর শারিরীক অবনতি রোধে পারিবারিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে চান। শারীরিক অসুস্থতা বিবেচনায় সরকারের কাছে জামিনের আকুতি জানিয়েছেন তিনি।
তিনি আক্ষেপ করে আরো বলেন বর্তমান সরকার ঢালাও মামলায় গ্রেফতার হবে না বলার পর ও ২০২৪ সালের অক্টোবর থেকে কারাবন্দী রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় জনবান্ধব নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার