ছবি : মেসেঞ্জার
বগুড়ায় নিজ বাসায় ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. হারুনুর রশীদ সাজু (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার নিশিন্দারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাজু ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহরে ব্যাটারির ব্যবসা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন। আহত সাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরতলীর চারমাথা এলাকায় সাবেক কাউন্সিলর সাজুর নিজ বাসার নিচে গাড়ির ব্যাটারীর শোরুম থেকে ব্যাটারী ট্রাক যোগে ডাকাতি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এসময় ভোর ৪টায় বাসার সামনে সাজুকে দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও রড) দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ৫টা ১৫ মিনিটে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।
তবে, গুরুতর আহত হারুনুর রশীদ সাজুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
মেসেঞ্জার/আলমগীর/তুষার