ছবি : মেসেঞ্জার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের তাড়াশে জান্নাতুল ফেরদৌস (৩৫) নামের এক সহকারী শিক্ষিকাকে মারপিট করেছে একই বিদ্যালয়ের শিক্ষিকার স্বামী মোশারফ হোসেন মারুফ। এ ঘটনায় আহত শিক্ষিকা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার নলুয়াকান্দি সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটেছে। আহত জান্নাতুল ফেরদৌস নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বলেন, সকালে বিদ্যালয়ের ক্লাস চলাকালিন সময় আমার সহকর্মী আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন আসেন শ্রেণিক্ষকে। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমাকে মারধর করেন। এ সময় আমার মাথায় আঘাত লেগে রক্ত বের হয়। আমার চিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এগিয়ে এলে মোশারফ দ্রুত বিদ্যালয় থেকে বের হয়ে যায়।
নলুয়াকান্দি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, শ্রেণিক্ষকে ঢুকে একজন সহকারী শিক্ষিকার গায়ে হাত তোলা ও মারধর করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষা অফিসারকে অবগত করেছি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শিক্ষিকাকে মারপিটের বিষয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক সহকারী শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেসেঞ্জার/রাসেল/তুষার