ছবি : মেসেঞ্জার
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার।
ইউপি সদস্য হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান ফাতিমা তুজ জোহুরা রুপা, ইউপি সদস্য জুলফিকার আলী, আনিছুর রহমান সানা, আনিছুর রহমান বিশ্বাস, মতলেব মালী, কাইয়্যুম হোসেন, এস্নোয়ারা বেগম, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুল আউয়াল, চাঁদখালী ইউপি'র প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, সহকারি হিসাব রক্ষক মিঠুন চক্রবর্তী, গ্রাম পুলিশ বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা তরুণদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করার উপর জোর দিয়ে বলেন, তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের উদ্যম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি।
সভা শেষে চাঁদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ইউনিয়ন পরিষদ ও পরিষদ সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিছন্নতা অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা চাঁদখালী ইউনিয়নকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
মেসেঞ্জার/সবুজ/তুষার