ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রাতের বেলা শীতবস্ত্র নিয়ে হাসপাতালে ইউএনও

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০২, ১১ জানুয়ারি ২০২৫

রাতের বেলা শীতবস্ত্র নিয়ে হাসপাতালে ইউএনও

ছবি : মেসেঞ্জার

হঠাৎ করে রাতের বেলা কুড়িগ্রামের ৫০ শয্যা বিশিষ্ট চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউএনও সবুজ কুমার বসাক। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও পরিচ্ছন্নকর্মীদের মাঝে ৪২ টি কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, মেডিকেল অফিসার ডা. লাকী খাতুন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার প্রমূখ।

হাসপাতালে ভর্তি রোগী রুপছবি, মজিরন, তছিমুদ্দিন, মমতাজ বলেন, কয়েকদিন থেকে ভর্তি আছি। চিলমারীতে খুব ঠান্ডা হাসপাতাল থেকে কম্বল দেয়া হয়না। বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছিলাম আজকে রাতে ইউএনও স্যার এসে কম্বল দিছে আমাদের খুব উপকার হয়েছে।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার জানান, আমার চাকরি জীবনে ১০ বছরে রোগীদের মাঝে এভাবে কম্বল বিতরণ করতে দেখিনি। এই প্রথম এমনভাবে শীতবস্ত্র বিতরণ করতে ইউএনও স্যার দেখলাম। এটি সত্যিই খুব প্রশংসনীয়। আমি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, আমরা হাসপাতালে এসে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিয়েছি এবং শীতবস্ত্র স্বরূপ কম্বল দেয়া হয়েছে।

মেসেঞ্জার/রাফি/তারেক