ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নোয়াখালীতে মিছিলে স্লোগান দিতে দিতে যুবদল নেতার মৃত্যু

মামুন চৌধুরী, নোয়াখালী

প্রকাশিত: ১৬:৩১, ১১ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে মিছিলে স্লোগান দিতে দিতে যুবদল নেতার মৃত্যু

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদলের মিছিলরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।

সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামের ওই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা বলেন, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি, তবে দলীয় বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফন করা হবে। 

মেসেঞ্জার/তুষার