ছবি : মেসেঞ্জার
দীর্ঘ প্রায় দেড় যুগ পর পাবনার চাটমোহর পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক এএম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপি নেতা আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, মাহমুদুন্নবী স্বপন, এডভোকেট. আ. আজিজ, সেলিম আহমেদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা প্রমুখ। সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এদিকে সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেলে শুরু হয়। ত্রি-বার্ষিক এই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হবেন বলে জানা গেছে। এজন্য দু’টি প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন ছাড়াও সভাপতি পদে ১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে আরও ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।
মেসেঞ্জার/পবিত্র/তুষার