ঢাকা,  রোববার
১২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মাদারগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না, আটক ২, বিএনপি নেতা বহিষ্কার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ১১ জানুয়ারি ২০২৫

মাদারগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না, আটক ২, বিএনপি নেতা বহিষ্কার

ছবি : মেসেঞ্জার

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আদারভিটার কয়রা গ্রামে গরু চুরি করে উপজেলা মহিলা দলের সম্মেলনে সভাপতি প্রার্থীর পক্ষে খিচুড়ি রান্না করার অভিযোগে প্রার্থীর স্বামী আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধরীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপি তাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রদান করে।

জানা যায়, শনিবার ভোর রাতে ঐ বিএনপি নেতা ও তার সহযোগীরা উপজেলার খামার মাগুরার কৃষক এফাজ উদ্দিনের একটি গরু চুরি করে মহিলা দলের কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি তৈরি করছিল। এ সময় গরুর মালিক ও এলাকাবাসী খোঁজ পেয়ে তার গরু চুরির অপরাধে বিএনপি আদারভিটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধরীকে অবরোধ করে রাখে এবং গণপিটুনি দেয়। এসময় পুলিশ ঘটনাস্থলে এলে মুক্তা চৌধরী পালিয়ে যায়। পরে পুলিশ গরু চুরির সাথে জড়িত কসাই নজরুল ও ইউনিয়ন বিএনপির সদস্য সুমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের একপত্রে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুদল হাসান মুক্তা চৌধুরীকে বহিষ্কার করে। বহিস্কৃত নেতা মুক্তা চৌধরীর মোবাইল ফোনে যোগাযোগ করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মেসেঞ্জার/উজ্জ্বল/তুষার