ঢাকা,  রোববার
১২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা এসএম আবু তাহের

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:০৮, ১২ জানুয়ারি ২০২৫

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা এসএম আবু তাহের

ছবি: প্রতিনিধি

দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী এসএম আবু তাহের।

দীর্ঘ ৭ বছর প্রবাস জীবন কাটিয়ে শনিবার (১১ জানুয়ারি) তিনি চট্টগ্রাম বিমানবন্দরে নেমে নিজ এলাকা পদুয়ার উদ্দেশে রওনা হন। বিকেল ৫ টায় তার ব্যবহৃত গাড়ি সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় পৌঁছলে পদুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে তাকে অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এসময় লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ফেরদৌস খাঁন, পদুয়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক মো. সোহেল, যুবদল নেতা মো. দেলোয়ার, মো. সেলিমসহ পদুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের বলেন, এসএম আবু তাহের লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। পারিবারিক স্বচ্ছলতার জন্য, বিদেশে গমন করলেও তার মন ছিল সবসময় বাংলাদেশে। প্রত্যেকটি রাজনৈতিক প্রোগ্রামে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমাদের দলের পাশে ছিলেন। এলাকার নেতাকর্মী এবং আন্দোলন-সংগ্রামে সবসময় খোঁজ খবর নিতেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

সাবেক ছাত্রদল নেতা ও সৌদি প্রবাসী এসএম আবু তাহের বলেন, প্রথমে আমি বলব,আমি যতটুকু প্রাপ্য নয়,তার চাইতে বেশি পেয়েছি, এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯৯৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম পূরণ করে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম। আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে অ্যাডভোকেট আবু তাহেরকে সবসময় পাশে পেয়েছিলাম। অতীতের চাইতে আগামীতে জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম