ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পত্রিকার হকার, তৃতীয় লিঙ্গ ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বারৈয়ারহাট পৌরসদরস্থ খান সিটি সেন্টারে এফ আই কে প্রোপার্টিজ ডেভেলপমেন্টের সৌজন্যে মানবিক সাহায্য ও সহযোগিতার অংশ হিসেবে জিয়া উদ্দীন বাবলু সভাপতিত্বে ও ম্যানেজার দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান।
বক্তব্য রাখেন দুবাই প্রবাসী কল্যাণ সংস্থা সদস্য মাওলানা এনামুল হক, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী। এ সময় উপস্থিত ছিলেন খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়াউর রহমান, মো. নোমান, মো. আলী, অ্যাডভোকেট জামসেদ আলমসহ প্রমুখ।
অনুষ্ঠানে তিন শতাধিক শীতবস্ত্র এবং নগদ অর্থ হকার, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
ফখরুল ইসলাম খান বলেন, আমার রাজনীতি করার উদ্দেশ্য নেই। আমি সব মানুষের সেবা করে মানুষের পাশে থাকতে চাই।
মেসেঞ্জার/বাবলু/এসকে/ইএইচএম