ছবি : মেসেঞ্জার
কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মীর হোসেন নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় পাশের ধানক্ষেতে পড়েছিলো তার রিকশাটি।
নিহত মীর হোসেন (৬২) সদর উপজেলার তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন, নিহত মীর হোসেন প্রতিদিনের মত গতকাল সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা এসে মরদেহ সনাক্ত করে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান আছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি আবদুল্লাহ আল মামুন।
মেসেঞ্জার/তুষার