ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় ৩ দফা দাবীতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৬:৩৫, ১২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় ৩ দফা দাবীতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটনসহ ৩ দফা দাবীতে রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা।

দাবীর মধ্যে রয়েছে ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্য ও তাদের পরিবারকে পূণর্বাসনপূর্বক চাকুরিতে পূনঃর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিৎকরণ।

২০০৯ সালের চাকুরিচ্যুত সকল বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর এর চাকুরিচ্যুত ডিএডি নজরুল ইসলাম, বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউল হক জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জাবের, সাকিব খান প্রমূখ।

মেসেঞ্জার/আলমগীর/তুষার