ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে সারজিস আলম

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:০৭, ১২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে সারজিস আলম

ছবি: মেসেঞ্জার

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম ভারতকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমূলক চূক্তি করেছিলেন। এখন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে কথা বলছে। তিনি বলেন, দেশ ও দেশের বাহির থেকে কেউ অন্যায় করলে আমরা মেনে নেব না।

তিনি চা শ্রমিকদের উদ্যেশে বলেন, আগামীতে কেউ যদি সিন্ডিকেট ও চাদাবাজী করে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। মনে রাখবেন যারা অন্যায় করে তারা  সংখ্যায় কম। আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো জান নিয়ে পালিয়ে যাবে।

রবিবার বিকেল ৫ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুরমা চা-বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ন্যাশনাল টি কোম্পানি (এন.টি.সি) সহবন্ধ সকল চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা, মনুষ্যোচিত মুজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চাকুরী নিশ্চিতের দাবিতে চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা প্রমূখ। 
 

মেসেঞ্জার/ফারুক/জেআরটি