ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়। রবিবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলায স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। অসংখ্য দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় সমাজকর্মীরা।

উত্তর আমেরিকার ঠাকুরগাঁও জেলা সমিতি প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগের আওতায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

জেলার বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। শীতার্তদের হাতে উষ্ণ বস্ত্র তুলে দিয়ে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন সমিতির সদস্যরা।

অনুষ্ঠানে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুর রউফ বলেন, ‘আমরা প্রবাসে থাকলেও আমাদের শিকড় ঠাকুরগাঁওয়ে। আমাদের এলাকার মানুষ শীতে কষ্ট পাচ্ছেন, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা এই উদ্যোগ অব্যাহত রাখব।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান সাবু সকল প্রবাসীকে এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের এই সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এখতারা পারভিন, মো. শফিকুল ইসলাম, মো. সোহারাব আলীসহ অন্যান্যরা।

মেসেঞ্জার/আরিফ/তুষার