ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রাতের আঁধারে বন কেটে উজাড়, ২ জনকে আদালতে সোপর্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ১২ জানুয়ারি ২০২৫

রাতের আঁধারে বন কেটে উজাড়, ২ জনকে আদালতে সোপর্দ

ছবি : মেসেঞ্জার

সরকারি সংরক্ষিত বনে রাতের আঁধারে গাছ কেটে বন পরিস্কার করার সময় দুই বনদস্যুকে আটক করেছে হাতিয়ার জাহাজমারা বিট অফিসের বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে কুড়াল ও দা’সহ গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১২ নভেম্বর) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জাহাজমারা ইউনিয়নের হাজির গোপট এলাকার বনের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটক সাহারাজ (৫০) জাহাজমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত বেছু মাঝির ছেলে ও আলতাফ হোসেন (৪০) একই এলাকার মদিন সর্দারের ছেলে।

জাহাজমারা বনবিভাগের রেঞ্জার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার বোখারী আহমেদ টহল স্টাফসহ চর ইউনুছ ও হাজীর গোপট এলাকায় দেখতে পান ৪-৫জন লোক কুড়াল দিয়ে গাছ কাটছে। কেউ কেউ দা দিয়ে গেওয়া চারা গাছ কেটে জমি পরিস্কার করছে। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সাহারাজ ও আলতাফ হোসেনকে আটক করে বনরক্ষীরা। পালিয়ে যাওয়া ৩ জনকেও টর্চ লাইটের আলোতে চিনতে পেরেছেন বলে বিট অফিসার জানান।

এ সময় ঘটনাস্থলে আসামীদের কাটা আনুমানিক ৮০০টি ১ ফুট বেড়ের গেওয়া চারা গাছ ও রিং করা কেওড়া গাছের বাকল, ১ টি কুড়াল ও ১টি দা জব্দ করা হয়।

আসামীগণ জমি তৈরির উদ্দেশ্যে আনুমানিক ১.৫ একর জমির চারা গাছ এবং ১৫ বড় কেওড়া গাছের গোড়ায় কেটে রিং করেছে। সরকারি বাগানের ক্ষয়ক্ষতির বিবরণে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকার পরিমাণ উল্লেখ করে আটককৃত আসামীদেরকে আদালতে বন আইনে জামিন অযোগ্য মামলায় সোপর্দ করা হয়েছে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেন, এক ও তিন নং ওয়ার্ডের ম্যানগ্রোভ বন এলাকায় বিগত সরকারের আমলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় বনউজাড় ও ভূমি দখল বর্তমানেও অব্যাহত রয়েছে। বিগত সময়ে শতাধিক মামলা হলেও আসামীরা কোনরকম ভয় না পেয়ে অবৈধ কর্মকান্ড অব্যাহত রেখেছে। সরকারি বন রক্ষার্থে তিনি সকলের একান্ত আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মেসেঞ্জার/রাসেল/তুষার