ছবি : মেসেঞ্জার
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক পদে রূপালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (তথ্য ও প্রযুক্তি) মো. রহমতুল্লাহ সরকার যোগদান করেছেন। রবিবার (১২ জানুয়ারি) পূর্বাহ্নে তিনি রাকাবে যোগদান করেন। এর আগে গত ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে মো. রহমাতুল্লাহ সরকার পদোন্নতিপ্রাপ্ত হন। রবিবার রাকাবের জনসংযোগ সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রহমতুল্লাহ সরকার ২০০৯ সালে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সিস্টেম এনালিস্ট) হিসেবে রূপালী ব্যাংক পিএলসি-তে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ের আইসিটি সিস্টেম বিভাগ, আইসিটি অপারেশন বিভাগ এবং ব্যবস্থাপনা ও তথ্য বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজী বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজী বিষয়ে স্নাতক (সম্মান) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কমন ওয়েল্থ এক্সিকিউটিভ এমবিএ (সিইএমবিএ) ডিগ্রি লাভ করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উভয় পর্বে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তিনি সিএনএ, সিডিএফওএম, সিডিসিএস’সহ বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিও অর্জন করেন। মো. রহমতুল্লাহ সরকার রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার