ছবি : মেসেঞ্জার
কর্ণফুলীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাটকা ইলিশ কর্ণফুলী, বাঁশখালী উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর ৩৮টি বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী নদীতে একটি ফিসিং বোট থেকে অবৈধ এ জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, চট্টগ্রাম মৎস্য জরীপ কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রতিবছরের পহেলা নভেম্বর থেকে ৩০ জুন সারাদেশে জাটকা ক্রয় বিক্রয় আহরণ পরিবহন বিনিময় নিষিদ্ধ। ‘জাটকা’ ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশকে জাটকা বলা হয়।
মেসেঞ্জার/আকাশ/তুষার