ঢাকা,  সোমবার
১৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আনোয়ারায় শঙ্খ নদী থেকে ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ১২ জানুয়ারি ২০২৫

আনোয়ারায় শঙ্খ নদী থেকে ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ক্যাপশন: আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলছে মৎস্য বিভাগ     -টিডিএম। 

আনোয়ারা উপজেলায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শঙ্খ নদী বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। উপকূলীয় কোস্টগার্ডের একটি দল অভিযানে সহযোগিতা করেন। জব্দ করা জালের মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা। পরে জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী ও মৎস্য অফিসের সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, অবৈধ জালের তৎপরতা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/খালেদ/তুষার