ক্যাপশন: পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টে মাস্টার দা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন নের্তৃবৃন্দ -টিডিএম।
চট্টগ্রামের পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বিপ্লবের মহানায়ক মাস্টার দা সূর্য সেনের ৯২ তম ফাঁসি দিবস উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী।
এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ট্রাস্টি মোহাম্মদ আলী, ট্রাস্টি অরুণ বিকাশ চৌধুরী, সংগীত শিক্ষক বরুণ পালিত, প্রীতিলতা শিশু কাননের প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী, শিক্ষক মঞ্জু রায়, শিক্ষক সুলাতানা রাজিয়া, সুমি দেবী, রুপশ্রী চক্রবর্তী, প্রিয়া দে ও বিপ্লবী দলের সদস্য, আউটসোর্সিং এর কর্মকর্তা কর্মবৃন্দ। এতে বৃটিশ শাসন শোষণের বিরুদ্ধে মাস্টার দা সূর্য সেনের বলিষ্ঠ নেতৃত্বের নানা দিক তুলে ধরা হয়। যা মুক্তিকামী প্রতিটি মানুষকে অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পাশাপাশি বক্তারা মা ও মাটি ও দেশের স্বার্থ ও অধিকার সংরক্ষণে দেশপ্রেমিক নাগরিকদের আপসহীন থাকার উপর গুরুত্বারোপ করেন।
মেসেঞ্জার/রানা/তুষার