ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সরাইলে লিফলেট বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩০, ১২ জানুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সরাইলে লিফলেট বিতরণ

ছবি : মেসেঞ্জার

‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।

লিফলেট বিতরণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাইল উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি ইফরান খাঁন, আল আমিন, রিয়াদ মাহমুদ, তাহসান, আসিফ নজরুল এবং নাগরিক কমিটি কেন্দ্রীয় মূখ্যপাত্র আতাউল্লাহ মাহাদী, রুমা দাসসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিমন/তুষার