ঢাকা,  সোমবার
১৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী জলাবদ্ধতা ও পরিস্কার অভিযান শুরু

মামুন চৌধুরী, নোয়াখালী

প্রকাশিত: ১৪:৪০, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪২, ১৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী জলাবদ্ধতা ও পরিস্কার অভিযান শুরু

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী তারণ্য উৎসব ও একই সাথে শহরের গুরুত্বপূর্ণ খাল, রাস্তা, অফিস প্রাঙ্গণ পরিস্কার অভিযান শুরু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন ইউএনও আঁখি নুর জাহান নীলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন  সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মুরসিফুল হাসান চন্দন। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার রাজিবুল হাসান, উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল প্রমুখ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই পরিস্কার পরিছন্নতা, জলাবদ্ধতা অভিযান শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

মাসব্যাপী এ অভিযান প্রসঙ্গে সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ দি ডেইলি মেসেঞ্জারকে জানান, আমরা তারুণ্য উদযাপন ও একই সাথে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে, ডেঙ্গু প্রতিরোধ, মোশক নিধন, গুরুত্বপূর্ণ খাল পরিস্কারসহ জনগুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছি। মাসব্যাপী এ কাজে শহরের অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে ত্বরান্বিত হবে।

মেসেঞ্জার/তুষার