ঢাকা,  সোমবার
১৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

তারুণ্যের উৎসবে নোয়াখালীতে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মামুন চৌধুরী, নোয়াখালী 

প্রকাশিত: ১৫:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৯, ১৩ জানুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসবে নোয়াখালীতে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ছবি : মেসেঞ্জার

নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারণ্যের উৎসবে নোয়াখালী সদর উপজেলায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় তরুণ ও কিশোর কিশোরীরা তাদের প্রাণবন্ত যুক্তি তুলে ধরেন।

সদর উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আঁখিনুর জাহান নীলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুরসিফুল হাসান চন্দন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন আফসার বিন আজিজ।

এ অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল "জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ" এবং কলেজ পর্যায়ে "ডেঙ্গু মোকাবিলায়, প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ"। এ প্রতিযোগিতায় জেলার সরকারি বেসরকারি ১৫ টি স্কুল ও ৪ টি কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী স্বরলিপি চম্পা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়। স্কুল পর্যায়ে নোয়াখালী জিলা স্কুলের  মুক্তাসির আল তাজোয়া স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

এছাড়াও এ অনুষ্ঠানে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। এতে বেশ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করে ও বিজয় হয়।

পরে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ শেষে প্রধান অতিথি ইউএনও আঁখি নুর জাহান নীলা বলেন, শিক্ষাকে আনন্দময় করতে আমরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর বিতর্ক শুনলাম। এতে আমাদের ছেলেমেয়েরা বেশ অনুশীলন করে স্ব স্ব যুক্তি তুলে ধরেন এবং বেশ কিছু তথ্য-উপাত্তের ডাটাও তারা তুলে ধরেন। এ ধরনের নিয়মিত আয়োজনে মেধার বিকাশ ও মেধাবী তৈরি হবে।

মেসেঞ্জার/তুষার