ছবি : মেসেঞ্জার
বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে নাগরিক অধিকার আন্দোলন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ্ ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হীরা, গোপাল চন্দ্র সাহা, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, নিয়াজ মাহামুদ বেগ, মো. আলাউদ্দিন মোল্লা, ইঞ্জি. আবু সালেহ্সহ ব্যাবসায়িরা।
এসময় বক্তারা বলেন, সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে এলইউসি ও প্লান দেয়া বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শ্রমিকসহ বাসিন্দারা। প্লান অনুমোদনের জন্য নগর ভবনে গেলে বিভিন্ন ধরণের হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিলে ফাইল ধরেন না। এমনকি বিগত দিনে মেয়র-কাউন্সিলরদেরও পার্সেন্টিজ দিয়ে প্লান পাস করাতে হতো। শুধু ঘুষেই সীমাবদ্ধ ছিল না, রাজনৈতিক দল বিবেচনায় ভবন নির্মাণের প্লান দেওয়া হতো। অথচ নগরবাসীর সেবার জন্য নগর ভবনকে চালিয়ে রাখছে নগরবাসী। কিন্তু নগরভবনে সেবা নিতে এসে পদে পদে হয়রানির শিকার হতে হয় নগরবাসীর।
ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ বহির্ভূত ভূমি ব্যবহার ছাড়পত্র প্রথা বাতিল করতে হবে। বিধিমালা ১৯৯৬ এর তফসিল-২ অনুসারে প্লান অনুমোদনের ফি নির্ধারণ করতে হবে। যে সমস্ত এলাকায় কিংবা বাড়িতে পানির সরবরাহ লাইন সংযোগ করা হয়নি সেই সব এলাকার জনগণকে পানির বিল হইতে অব্যাহতিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।
মেসেঞ্জার/তুষার