ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে ক্যাম্পাস আঙিনা পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫০, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:১৬, ১৩ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে ক্যাম্পাস আঙিনা পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

ছবি : মেসেঞ্জার

তারুণ্যের বছর যেন এ বছর ২০২৫। প্রায় মাসব্যাপী ২৩টি ইভেন্ট নিয়ে জানুয়ারিতে শুরু হয়েছে পঞ্চগড়ে তারুণ্য উৎসব। এ উৎসব উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন হিসেবে স্কুলে স্কুলে শুরু হয়েছে ‘আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল; কার্যক্রম। এ চিত্র দেখা গেছে সরকারি কলেজেও।

সোমবার (১৩ জানুয়ারি) জেলার তেঁতুলিয়ার সরকারি কলেজ ও শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে পরিচ্ছন্ন কার্যক্রম। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় মাঠের পরে থাকা বিভিন্ন আবর্জনা পরিস্কার করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে উঠছে ক্যাম্পাস অঙ্গন। পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধি ও নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা জাগানো হয়েছে এসব কার্যক্রমের ফলে।

জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় মাসব্যাপী ২৩টি ইভেন্টে শুরু হয়েছে এই তারুণ্য উৎসব। মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, গ্রীন স্কুল ক্যাম্পেইন-আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল, তরুণদের নিয়ে কর্মশালা-তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, কারাতে প্রতিযোগিতা ও কারাতে শো, স্কেটিং উৎসব, মাদক ও দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে বাইসাইকেল রেস, অবসটেকল রেইস, ফ্রি চক্ষু ক্যাম্প, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ভলিবল টুর্নামেন্ট, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রীড়া বিনোদন, শীতকালিন পিঠা উৎসব, গ্রামীণ খেলাধূলা উৎসবসহ ইভেন্টেগুলো নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব কর্মসূচি।

তেঁতুলিয়া সরকারি কলেজের আইটি প্রভাষক হাফিজউদ্দীন বলেন, তারুণ্য উৎসব ঘিরে আজ আমাদের কলেজে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছি। শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত হয়ে এ কর্মসূচিতে অংশ নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। একই কথা বলেন শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল।

শিক্ষার্থীদের দায়িত্বশীল ও লিডারশীপ হিসেবে গড়ে তুলতে এ ধরণের শিক্ষা প্রয়োজন বলে বলছেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। তিনি বলেন, তারুণ্য উৎসব ঘিরে গ্রিন স্কুল ক্যাম্পেইন হিসেবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল’ কর্মসূচি নেয়া হয়েছে। এ কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেবে। শিশুদের আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই তাদেরকে এসব শিক্ষা দেয়া প্রয়োজন। কর্ম থেকেই তারা আনন্দ লাভের পাশাপাশি নতুন কিছু অর্জন করবে। তাদের মধ্যে লিডারশিপ তৈরী হবে। তাই তারুণ্যের উৎসবে এই আয়োজন।

মেসেঞ্জার/তুষার